Wednesday, August 14, 2019

স্নেহাশীষ রায়

এতো রক্ত কেন!

হে রবি, তুমি বলেছিলে, এতো রক্ত কেন?
সেই নির্ঝরিত রক্তবাহের উত্তর দেয়নি কেহ।
আজও মন্দিরে ঝড়ে অজস্র ছাগের রক্ত,
সেই অজের রক্তে পান করে নাকি জুড়ায় মায়ের বক্ষ।
উনিশের সেই রাজর্ষিতে দেখেছি তোমার প্রতিবাদ, 
আজ একুশে এসে বলতো কি মেটেছে তোমার সাধ?
জানি তো তোমায় আমি, তুমি বিশ্ববন্দিত লেখক নাকি,
জানিয়েছিলে রঘুপতির দরবারে প্রতিবাদের আঁকাআঁকি।
তোমার রচনার স্পর্শে নাকি জুড়ায় বহু মনপ্রাণ, 
তোমার সেই প্রতিবাদের আজ রেখেছে তোমার মান?
আজও চলে হত্যালীলা প্রস্তরখন্ডের সম্মুখে,
"ম্যাঁ ম্যাঁ" করে অসহায় চিৎকার কানে কি কারো ডাকে?
দেখছো কি তুমি প্রতি প্রাতেঃ বলি শতশত?
রক্তের হোলি খেলছে ওরা প্রাচ্য-ব্রিটিশের মতো।
অপরাধ করছে মানুষ পড়ছে ছাগের ঘাড়ে,
ঢাকবাদ্যি ধূপধূনাতে পূণ্য কি তাদের বাড়ে?
সুবিধাবাদী ক্ষমতালোভীরা চায়না এসব বন্ধ,
ছাগের গায়েই ঘ্রাণ করে তারা ধর্মপ্রাণের গন্ধ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...