Wednesday, August 14, 2019

সন্দীপ চক্রবর্তী

ইচ্ছে সিড়ি

এই গুমট শহরে বৃষ্টি হোক,

আবদ্ধ প্রেম গুলো সব মুক্তি পাক,,

জিজোক গলি রাস্তা-ঘাট,-

বোবা স্বপ্ন গুলি বলা হোক ।

মেঘলা বিকেল দ্বন্দ্ব সমাস,

অভিমান জমোক ওভার ব্রিজের তলায়,,

এই নিয়ন শহরে লোডশেডিং হোক,-

ঝগড়া বাঁধোক অন্তমিলের বেলায় ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...