Wednesday, August 14, 2019

দিপ্সী দে

চিরঋণী


                 
আজ ও শরীরে কাঁটা দেয়
পড়লে ইতিহাস।
কি নিদারুণ !
কান্না আর হাহাকার,
ক্ষুদিরামের কথা পড়ে যখন মনে,
দুটি চোখে জল  যে নামে।
অবশেষে,
ঘোছলো ব্যাথা ভারতবাসীর
দুইশত বছরের।
নেতাজী তুমি মহান জানি,
থাকবে হৃদয়ের গভীরে।
জয় হল মুক্তির সংগ্রামের
তোমার হাতটি ধরেই।
বহু শহীদের রক্তের ঋণ,
শোধ হবে না কোনোদিন।
রক্তের বিনিময়ে,
ঘোছলো পরাধীনতা।
পতাকা উড়লআকাশে
জন:গন:মন:অধিনায়ক জয় হে,
বেজে উঠে দিকে দিকে।
মুক্তির সংগ্রামে সৃষ্টির বানী,
আমরা আজ মুক্ত জানি।
হে মহান মনিষীগন,
প্রনাম নিও শতকোটি।
তোমাদের কাছে আমরা 
          চিরঋণী।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...