Wednesday, August 14, 2019

দিপ্সী দে

চিরঋণী


                 
আজ ও শরীরে কাঁটা দেয়
পড়লে ইতিহাস।
কি নিদারুণ !
কান্না আর হাহাকার,
ক্ষুদিরামের কথা পড়ে যখন মনে,
দুটি চোখে জল  যে নামে।
অবশেষে,
ঘোছলো ব্যাথা ভারতবাসীর
দুইশত বছরের।
নেতাজী তুমি মহান জানি,
থাকবে হৃদয়ের গভীরে।
জয় হল মুক্তির সংগ্রামের
তোমার হাতটি ধরেই।
বহু শহীদের রক্তের ঋণ,
শোধ হবে না কোনোদিন।
রক্তের বিনিময়ে,
ঘোছলো পরাধীনতা।
পতাকা উড়লআকাশে
জন:গন:মন:অধিনায়ক জয় হে,
বেজে উঠে দিকে দিকে।
মুক্তির সংগ্রামে সৃষ্টির বানী,
আমরা আজ মুক্ত জানি।
হে মহান মনিষীগন,
প্রনাম নিও শতকোটি।
তোমাদের কাছে আমরা 
          চিরঋণী।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...