আমিও চাই
পেতে চাই এমন বাস্তব,
যে বাস্তব আকাল মানে না।
শুনতে চাই এমন সুর,
যে সুরে থাকে না আর্তনাদ।
যেতে চাই এমন দেশে,
যেখানে ফোটে না শত্রুতার ফুল।
আঁকতে চাই এমন ছবি,
যে ছবি বোঝে না সন্ত্রাস।
পেতে চাই এমন প্রেম,
যে প্রেমে থাকে না আকর্ষণ।
লিখতে চাই এমন কবিতা,
যে কবিতায় শব্দ মানে না ধিক্কার,
যা মানবে না ধর্ষণ ও হত্যা আর।।
যদি পারতাম এমন গোলাপ দিতাম,
যে গোলাপ নেয় না মিথ্যের আশ্রয়।
যদি হতো যেত এমন এক যুদ্ধ,
যেখানে যুদ্ধে মুছে যেত সকল রক্তের দাগ,
যদি হত আজ এক অবাক বৃষ্টি,
যে বৃষ্টি নিয়ে আসত সততার বান।
No comments:
Post a Comment