ভেবে দেখুন আমরা কতটুকু স্বাধীন
অনেকেরই হয়তো সাধ ছিল স্বাধীন হতে পারলে
নিজ স্বাধীনতায় নিজ ভাবে স্বাধীন থাকা যাবে।
হ্যাঁ...
আমরা তো স্বাধীনই
তবে আজও কি পরাধীন?
ভাবছেন কেন বলুন?
আকাশে যখন জাতীয় পতাকা উড়ে
তখন নিজ মনে যেন আনন্দ বিকাশ হয়।
আর,
জাতীয় সংগীত শোনা মানে
নিজের হারিয়ে যাওয়া পরিবারকে মনে হয় কাছে ফিরে পাওয়া ।
স্বাধীন হয়ে দেশকে আজ কতটুকু স্বাধীনতা দিলাম?
ভাববার বিষয় তাই না?
যাঁরা নিজের রক্তে দেশমাতাকে নতুন প্রান দিয়েছেন,
তাঁদের কথাই বা প্রতিদিন কতজন মনে রাখেন?
এখনও ভয় নিয়ে সীমান্তে সৈনিকরা প্রহরিত ।
কেন?
ভয় কেন তাদের মনে?
তারা তো স্বাধীন ।
তবুও দেশমাতা নিজ সন্তানদের প্রতিদিন হারান ।
স্বাধীনতায় জড়ানো পরাধীনতা থেকে
আমরা বেরিয়ে আসতে পারিনা?
পারিনা দেশমাতাকে এক নতুন সূর্য উপহার দিতে?
পারিনা সকলে একত্রিত হয়ে নির্ভয়ে একসাথে চলতে?
পারিনা যাঁরা বলিদান দিয়েছেন তাঁদেরকে যোগ্য সম্মান দিতে?
ভেবে দেখবেন।
No comments:
Post a Comment