Wednesday, August 14, 2019

অভীককুমার দে

দুচোখে ক্লান্ত ধুলো

চেনা অচেনা মানুষ কান পেতে 
সুর খোঁজে বুকের বাঁশি
কারও বুকে জয় জয়ন্তী
কারও বুকে দ্বেষ,
বুকের দেশে ভৈরবী রাগ যদি
কার বুকে রাতের ললিত ?

আমি বলি--
তবুও বাঁশি বাজে
হৃদয়ের কাছাকাছি অসংখ্য রাগ
তাল খোঁজে
কখনও ইমন ভুলে কলাবতীর অসুখ
কাছি ধরে টানে।

আমি তুমি কেউ কীর্তন ভাবি বৃথা
বাঁশির বাঁশে হেলে কাঁদি একা,
জল ঝরে...
দুচোখে ক্লান্ত ধুলো, বহুদূর নিয়ে যায় নদী।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...