Wednesday, August 14, 2019

অভীককুমার দে

দুচোখে ক্লান্ত ধুলো

চেনা অচেনা মানুষ কান পেতে 
সুর খোঁজে বুকের বাঁশি
কারও বুকে জয় জয়ন্তী
কারও বুকে দ্বেষ,
বুকের দেশে ভৈরবী রাগ যদি
কার বুকে রাতের ললিত ?

আমি বলি--
তবুও বাঁশি বাজে
হৃদয়ের কাছাকাছি অসংখ্য রাগ
তাল খোঁজে
কখনও ইমন ভুলে কলাবতীর অসুখ
কাছি ধরে টানে।

আমি তুমি কেউ কীর্তন ভাবি বৃথা
বাঁশির বাঁশে হেলে কাঁদি একা,
জল ঝরে...
দুচোখে ক্লান্ত ধুলো, বহুদূর নিয়ে যায় নদী।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...