Wednesday, August 14, 2019

গৌরাঙ্গ রক্ষিত

আমার ভারত 


 আমার ভারত মহান ,

আমার ভারত বিশ্বসেরা । 

আমার ভারত হারতে শেখেনি ,

পেতে শেখেনি ভয় ।

আমার ভারত অখন্ড ,

অমর এই ভূখণ্ড ।

এই ভারত আমার " মা " ,

তাই সে সর্বংসহা ।

এই আমার দেশ ,

যে দেয় না কাউকে ক্লেশ ।

এই ভারত আমার মহান ,

গাও তার গুনগান ।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...