Wednesday, August 14, 2019

পূজা মজুমদার

মানুষ হয়েও অমানুষ


একদিন খেতে পায়,একদিন পায় না  বড়োলোকেরা বলে এসবই হচ্ছে ওদের লোক দেখানো নমুনা।

ঘুরে বেড়ায় চারিদিকে 
নেই তাদের সঠিক ঠিকানা,
চুল সব এলোমেলো
নেই তাদের মুখ দেখার আয়না।
নেই কুঠিরে ডাল চাল
তাইতো আজ হাঁড়িতে হরতাল।
শীতের রাতে কোঁয়াশা পরে টেপ টেপ...
ঘরে নেই লেপ।
কাজের সন্ধানে এদিক ওদিক যায়
শুনতে হয় বাবুদের লেকচার।


মানুষ হয়েও অমানুষ বলে
দেয়না কেউ ওদের উধার
এরাও  দুষ ছাড়া খাচ্ছে মার।।


No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...