Wednesday, August 14, 2019

সৈকত সরকার

অকবির অকবিতা


নাইবা হলাম কবি, 
অকবির তুলিতে শব্দ মেখে আঁকছি মনের ছবি, 
রইবো নাহয় মেঘের আড়ালে নাইবা হলাম রবি।


নাইবা খুঁজলাম কবিতা কাকে বলে, 
তোমরা সবাই নোবেল পেয়ো সাহিত্য অতলে, 
আমি নাহয় নীল ডাইরিটা ভাসিয়ে দেবো জলে।


কি হবে তা রেখে? 
সেইতো আমি লিখতে বসি ফুটপাতটা দেখে, 
লক্ষ শিশু কাঁদছে দেখো ক্ষুধার জ্বালায় থেকে।


সত্যি বলতে ভয়না! 
ব্যায়াকরণের নিয়ম স্বরে হয়তো কলম কয়না
তাইতো আমার অকবিতা কবিতা আর হয়না।


No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...