অকবির অকবিতা
নাইবা হলাম কবি,
অকবির তুলিতে শব্দ মেখে আঁকছি মনের ছবি,
রইবো নাহয় মেঘের আড়ালে নাইবা হলাম রবি।
নাইবা খুঁজলাম কবিতা কাকে বলে,
তোমরা সবাই নোবেল পেয়ো সাহিত্য অতলে,
আমি নাহয় নীল ডাইরিটা ভাসিয়ে দেবো জলে।
কি হবে তা রেখে?
সেইতো আমি লিখতে বসি ফুটপাতটা দেখে,
লক্ষ শিশু কাঁদছে দেখো ক্ষুধার জ্বালায় থেকে।
সত্যি বলতে ভয়না!
ব্যায়াকরণের নিয়ম স্বরে হয়তো কলম কয়না
তাইতো আমার অকবিতা কবিতা আর হয়না।
No comments:
Post a Comment