বাবা
কোনো এক পরন্ত বিকেলে
সূর্যের লাল টুকটুকে মহিমা
এক আড়ম্বরে আমার কানে কানে
বলে গেল; 'তোমার কথা'।
কেমন আছিস!
অনেক দিন বলা হল না_
তোমাকে; আমি ভালো নেই।
কত কথা বাকি পরে রইলো,
কত জিজ্ঞাসা বুকে জমা রইলো,
বলা হল না 'অনেক দিন'।
কই! এখন তো আর বকা দাও না
কোনো কাজ করতে না পারলে,
আসলে ভুলে গেছি, না পারার ভান করতে।
ছোটো থেকে অনেক বড় হলাম
আজ আবার ছোটো হতে চাই
তোমার হাত টি ধরে হাঁটতে।
তোমার শরীরের গন্ধ
যে গন্ধ এখনও শুঁকতে পাই
সেই গন্ধে হারাতে চাই।
তোমাকে আমার মনের
রাজ সিংহাসনে বসাতে চাই
তুমি যেখানে আমাকে রেখেছিলে।
তোমার ছাঁয়ায় বাঁচতে চাই
''বাবা''_তোমার ছায়ায়
তোমার ছেলে হয়েই।
No comments:
Post a Comment