Wednesday, August 14, 2019

জয়ন্ত শীল

আঁখি

গোমতীর হৃদয়ে তোমার ঘর ,

আকাশের প্রচ্ছদপট কিংবা 
পামির মালভূমিতে -
তোমার নূপুরের শব্দ শোনা যায়। 
আকাশ দেখতে দেখতে ভিজে ওঠে 
আমার চোখ। 
চাঁদ ; সে তো সাক্ষী থাকে 
পৃথিবীর সমস্ত পবিত্র প্রেমের। 
তোমার আমার প্রেমে সাক্ষী থেকে 
চাঁদ লুটিয়ে পড়ে বিচ্ছিন্ন পাহাড়ে।
গোলাপ দেখতে দেখতে 
চোখ শুকিয়ে গেছে ;
প্রতি রাতে ঘুমানোর আগে 
মনে পড়ে যায় তোমার কথা। 
পাপড়িতে রক্ত কেন? 
ঝড়া গোলাপ ও কলির পার্থক্য 
তুমি বুঝ তো? 
এখন তোমার বুকে 
মুহুরীর হৃৎস্পন্দন শোনা যায় না। 
অন্ধকারে চোখদুটি জ্বেলে 
খুঁজে বেড়াই আমার আঁখিকে। 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...