Thursday, July 25, 2019

সজীব পাল

  প্রেম 


তুমি ছিলে ফাগুন মাসে
হিম হাওয়ার অন্তিমে,

তুমি ছিলে তরুণ প্রাণে 

সত্য প্রেমের সংগমে।

আকাশ যখন মেঘে ভরা 

তোমার পরশ হৃদয়ে মাখি ,

বাধ্য যখন ভালোবাসতে

বিবশ হয়ে তাই তোমায় ডাকি।

একটু প্রেম গহীন স্পর্শে 

উজার প্রানে নবীন ঢেউ,

বাধ্যক আজ নির্বাসনে 

সেও তোমার কাছে তরুণ কেউ।

যখন প্রশ্ন উঠবে প্রবল

আছো তুমি নীরব নির্জন,।

শ্রেষ্ঠ প্রেমিক সে জন তোমার,

থাকবে যে জন করে বর্জন

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...