প্রেম
তুমি ছিলে ফাগুন মাসে
হিম হাওয়ার অন্তিমে,
তুমি ছিলে তরুণ প্রাণে
সত্য প্রেমের সংগমে।
আকাশ যখন মেঘে ভরা
তোমার পরশ হৃদয়ে মাখি ,
বাধ্য যখন ভালোবাসতে
বিবশ হয়ে তাই তোমায় ডাকি।
একটু প্রেম গহীন স্পর্শে
উজার প্রানে নবীন ঢেউ,
বাধ্যক আজ নির্বাসনে
সেও তোমার কাছে তরুণ কেউ।
যখন প্রশ্ন উঠবে প্রবল
আছো তুমি নীরব নির্জন,।
শ্রেষ্ঠ প্রেমিক সে জন তোমার,
থাকবে যে জন করে বর্জন
No comments:
Post a Comment