Thursday, July 25, 2019

সামিন শুভ

বন্ধু-অভিমানে  

বন্ধুত্ব কিবা ভালোবাসার

দাম জানিনা সই,

তাই একলা আমি শূন্য কোনে

একলাই পরে রই। 

অভিমানে ঘেরা জগৎ আমার

চারপাশে ঝিঝি'র ডাক,

বুক ফাটা আর্তনাদে ঘেরা

মুখটা কেমন হতবাক।

ওরে বন্ধু কি কারনে

এমন অভিমান হল তুর,

যন্ত্রনার এই করুণ গদ্যের

কখন করবি ভূর।

কথায় কথায় এত রাগ

করলে কিরে চলে,

অশান্তির কালো মেঘ

নিচ্ছে রে অতলে।

রাগ ভাংগানোর ফন্দি ফিকির

আমি জানিনা ভাই,

সব ভূলে পাশে দাড়া 

এটাই ভীষণ  চাই |


No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...