Thursday, July 25, 2019

সুধীর দাস

প্রিয়তমা

সুখ ক্লান্ত নিথর দেহ
অবিশ্রান্ত সূক্ষ কীটের আনাগোনা
বন্যাপ্লাবিত নদী ধারার সমুদ্র সৈকতের
ভাবোল্লাসিত নানা খেলা।
     
তীক্ষ্ণ চোখের ছবি
তোমার আখির চাওয়ার স্বতঃফূর্ততা,
তোমার সুডৌল দেহের আকর্ষণের
বিকর্ষণতা।
যেন প্রাগৈতিহাসিক যুগের
প্রেম নিবেদনের শেষ কটাক্ষকতা।     

গগনচুম্বী বারিধারার বহমান প্রেমের স্রোত 

ঘর্ষণে ক্ষয় প্রাপ্ত পঞ্চভূত দেহখানা ।


No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...