Thursday, July 25, 2019

সুধীর দাস

প্রিয়তমা

সুখ ক্লান্ত নিথর দেহ
অবিশ্রান্ত সূক্ষ কীটের আনাগোনা
বন্যাপ্লাবিত নদী ধারার সমুদ্র সৈকতের
ভাবোল্লাসিত নানা খেলা।
     
তীক্ষ্ণ চোখের ছবি
তোমার আখির চাওয়ার স্বতঃফূর্ততা,
তোমার সুডৌল দেহের আকর্ষণের
বিকর্ষণতা।
যেন প্রাগৈতিহাসিক যুগের
প্রেম নিবেদনের শেষ কটাক্ষকতা।     

গগনচুম্বী বারিধারার বহমান প্রেমের স্রোত 

ঘর্ষণে ক্ষয় প্রাপ্ত পঞ্চভূত দেহখানা ।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...