প্রিয়তমা
সুখ ক্লান্ত নিথর দেহ
অবিশ্রান্ত সূক্ষ কীটের আনাগোনা
বন্যাপ্লাবিত নদী ধারার সমুদ্র সৈকতের
ভাবোল্লাসিত নানা খেলা।
তীক্ষ্ণ চোখের ছবি
তোমার আখির চাওয়ার স্বতঃফূর্ততা,
তোমার সুডৌল দেহের আকর্ষণের
বিকর্ষণতা।
যেন প্রাগৈতিহাসিক যুগের
প্রেম নিবেদনের শেষ কটাক্ষকতা।
গগনচুম্বী বারিধারার বহমান প্রেমের স্রোত
ঘর্ষণে ক্ষয় প্রাপ্ত পঞ্চভূত দেহখানা ।
No comments:
Post a Comment