Thursday, July 25, 2019

শুভম দেবনাথ

আজকের সমাজ

       

সবখানে আছে দেখি শত

অন্যাই অত্যাচার 

নিত্য ঘটনা এখন এগুলো 

মানুষ নিরুপায়।

ছোট থেকে বড় হয়ে 

মানুষ খেলে সেই খেলা

উপরে গেলেই শুধু করে

নিচুদের অবহেলা।

বিলাসবহুল জীবন কাটায় 

শুধুই একা নিজে

ভাবেনা কভু অতীতটাকে 

যা ছিল সে নিজে।

দিন দিন ধরুনিতে বাড়ায় ব্যবধান

নিজ মূনাফার লাগি কভূ 

রাখেনা কারুর মান ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...