Thursday, July 25, 2019

শুভম দেবনাথ

আজকের সমাজ

       

সবখানে আছে দেখি শত

অন্যাই অত্যাচার 

নিত্য ঘটনা এখন এগুলো 

মানুষ নিরুপায়।

ছোট থেকে বড় হয়ে 

মানুষ খেলে সেই খেলা

উপরে গেলেই শুধু করে

নিচুদের অবহেলা।

বিলাসবহুল জীবন কাটায় 

শুধুই একা নিজে

ভাবেনা কভু অতীতটাকে 

যা ছিল সে নিজে।

দিন দিন ধরুনিতে বাড়ায় ব্যবধান

নিজ মূনাফার লাগি কভূ 

রাখেনা কারুর মান ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...