আজকের সমাজ
সবখানে আছে দেখি শত
অন্যাই অত্যাচার
নিত্য ঘটনা এখন এগুলো
মানুষ নিরুপায়।
ছোট থেকে বড় হয়ে
মানুষ খেলে সেই খেলা
উপরে গেলেই শুধু করে
নিচুদের অবহেলা।
বিলাসবহুল জীবন কাটায়
শুধুই একা নিজে
ভাবেনা কভু অতীতটাকে
যা ছিল সে নিজে।
দিন দিন ধরুনিতে বাড়ায় ব্যবধান
নিজ মূনাফার লাগি কভূ
রাখেনা কারুর মান ।
No comments:
Post a Comment