শিল্পীর ইচ্ছে
আমি যদি পারতাম
এমন ছবি আঁকতাম,
যেখানে রং মানে না সন্ত্রাস।
আমি যদি পারতাম
এমন ছবি আঁকতাম,
যেখানে কেনভাসে জমে না মিথ্যে।
আমি যদি পারতাম
এমন তুলিতে আঁকতাম,
যার গলায় বাঁধে না ফাঁস,,
আমি যদি পারতাম
এমন ছবি আঁকতাম,
যার মধ্যে বাঁচে শ্বাস।
No comments:
Post a Comment