Thursday, July 25, 2019

সন্দীপ চক্রবর্তী

শিল্পীর ইচ্ছে

আমি যদি পারতাম

এমন ছবি আঁকতাম, 

যেখানে রং মানে না সন্ত্রাস।

আমি যদি পারতাম 

এমন ছবি আঁকতাম,

যেখানে কেনভাসে জমে না মিথ্যে।

আমি যদি পারতাম 

এমন তুলিতে আঁকতাম,

যার গলায় বাঁধে না ফাঁস,,

আমি যদি পারতাম  

এমন ছবি আঁকতাম,

যার মধ্যে বাঁচে শ্বাস।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...