ভ্রমর কথা
গোধূলির বেলায়
ভ্রমর তখন মনিকোঠরের তলায়।
বিষ্ময়কর রাত
বিচিত্র দেশ
বিরূপ মন
হাজার বিধিনিষেধে বিতৃষ্ণা
পানাসক্তের টানে মগ্নতা
নানা রঙে রঞ্জিত স্বপ্নে
বিশ্বস্ত -
আঁধারে লুকিয়ে থাকা আলো
সম্মুখে ধরা দেবে।
চিড়তনের রঙে নয় গোলাপের গোলাপী রঙে।
No comments:
Post a Comment