Thursday, July 25, 2019

উৎপল দেবনাথ

ভ্রমর কথা


গোধূলির বেলায় 

ভ্রমর তখন মনিকোঠরের তলায়।

বিষ্ময়কর রাত

বিচিত্র দেশ

বিরূপ মন

হাজার বিধিনিষেধে বিতৃষ্ণা 

পানাসক্তের টানে মগ্নতা 

নানা রঙে রঞ্জিত স্বপ্নে 

বিশ্বস্ত -

আঁধারে লুকিয়ে থাকা আলো

সম্মুখে ধরা দেবে।

চিড়তনের রঙে নয় গোলাপের গোলাপী রঙে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...