তোমার আবেশে
তুমি আসবে বলে
স্টেশানের চত্বরে দাড়িয়ে আছি আমি।
তুমি আসবে বলে
বর্ণিল বরণডালায় শুভ্র পাপড়ির ছড়াছড়ি।।
তুমি আসবে বলে
হৃদয় মাঝে অকথ্য প্রেমগাথা সংলাপের হাতেখড়ি।
তুমি আসবে বলে
চৌদেওয়াল রজনিগন্ধার সুবাস মাখে।।
তুমি আসবে বলে
সন্ধ্যাকাশে বৃষ্টি নামে অঝরে।
তুমি আসবে বলে
পৃথিবী যেন নবরূপে সাজে।।
তুমি আসবে বলে
লক্ষ্মীপেঁচা কড়ানাড়ে কপাটে।
তুমি আসবে বলে
নীড়হারা পাখিরাও নীড়ের সান্নিধ্যে ।।
তুমি আসবে বলে
একাকিত্ব আজ লাগালহীন ওপারে।
তুমি আসবে বলে
স্বপ্ন বাসর সাজিয়েছি সঙ্গপনে।।
No comments:
Post a Comment