Thursday, July 25, 2019

মোঃ রুবেল

তোমার আবেশে


         

তুমি আসবে বলে
স্টেশানের চত্বরে দাড়িয়ে আছি আমি।
তুমি আসবে বলে
বর্ণিল বরণডালায় শুভ্র পাপড়ির ছড়াছড়ি।।
তুমি আসবে বলে
হৃদয় মাঝে অকথ্য প্রেমগাথা সংলাপের হাতেখড়ি।
তুমি আসবে বলে
চৌদেওয়াল রজনিগন্ধার সুবাস মাখে।।
তুমি আসবে বলে
সন্ধ্যাকাশে বৃষ্টি নামে অঝরে।
তুমি আসবে বলে
পৃথিবী যেন নবরূপে সাজে।।
তুমি আসবে বলে
লক্ষ্মীপেঁচা কড়ানাড়ে কপাটে।
তুমি আসবে বলে
নীড়হারা পাখিরাও নীড়ের সান্নিধ্যে ।।
তুমি আসবে বলে
একাকিত্ব আজ লাগালহীন ওপারে।
তুমি আসবে বলে
স্বপ্ন বাসর সাজিয়েছি সঙ্গপনে।।


No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...