প্রচেষ্টা
এই একটা কড়াই;
এই কড়াইয়ে কেরোসিন তেল গরম করে সেই তেল দিয়ে আগুন নেভানোর প্রচেষ্টা!
হাহাহা হোহোহো হিহিহি হেহেহে
এই একটা ডেকচি;
এই ডেকচিতে কয়লা বসিয়ে আতপচালের ভাত ফোটানোর আপ্রাণ প্রচেষ্টা!
হাহাহা হোহোহো হিহিহি হেহেহে
এই একটা বালতি;
এই বালতিতে জল রেখে জলের কারি রান্নার এক অপ্রচলিত প্রচেষ্টা!
হাহাহা হোহোহো হিহিহি হেহেহে
এই একটা কলসি
এই কলসিতে মাথা ঢুকিয়ে বসন ছেড়ে বসন্তকে ঢেকে রাখার আধুনিক প্রচেষ্টা!
হাহাহা হোহোহো হিহিহি হেহেহে
এই একটা গ্লাস;
এই গ্লাসেতে কোহল-জলে নেড়েচেড়ে সভ্যতার সভ্য হওয়ার জটিল প্রচেষ্টা!
হাহাহা হোহোহো হিহিহি হেহেহে
এই একটা গামলা;
এই গামলাতে রঙ মেখে কালোকে সাদা করার ভুয়ো প্রচেষ্টা!
হাহাহা হোহোহো হিহিহি হেহেহে
এই একটা থালা,
এই থালাতে ভিক্ষে করে খেতাব জেতার তরুণ প্রচেষ্টা!
হাহাহা হোহোহো হিহিহি হেহেহে
এই একটা খাতা,
এই খাতাতে কালি মেখে নতুন শহর তৈরীতে আমার কঠিন প্রচেষ্টা!
দেখা যাবে
No comments:
Post a Comment