Thursday, July 25, 2019

সম্পাদকীয় প্যানেল

জীবন প্রতিদিন প্রতিমুহুর্তে নতুন নুতন অভিজ্ঞতা অর্জন করে। সাহিত্যে এর প্রভাব লক্ষ্য করা যায় সাহিত্যিকের দৌলতে। আমরা সেই ভাগ্যবান প্রজন্ম যারা যুগের সাথে খাপ খাইয়ে নেওয়ার সৌভাগ্য কাকতালীয়ভাবে হয়তো হয়ে গেছে। সব কথার উর্ধে উঠে যে কথা বলা যায়, এই সংখ্যায় প্রায় সেই কথাই বলা হয়েছে। লক্ষ্য করলে দেখতে পাবেন প্রায় ৬ টি কবিতা একই কথা বলতে চেয়েছে ভিন্নভাবে। অবাক হয়ে ভাবার মতো বিষয়। একই প্রজন্মের চিন্তাধারা একইরকম থাকা স্বাভাবিক নাকি অস্বাভাবিক জানি না। যাঁরা লিখে সমৃদ্ধ করেছেন সকলকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আমরা সামাজিক দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করছি।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...