Thursday, July 25, 2019

বিনয় শীল

অপরিণামদর্শী
                      

এক যে ছিল, বোকা চাষী-
পুষতো হাঁসের ছানা ।
ঘুর-ঘুর করতো, বেড়াল শেয়াল,
না ছিলো তার জানা ।

মাঝে-মধ্যে, হাঁসের ছানা-
ধরে খেতো শেয়াল ।
তারিই সাথে, মজা করতো
কিছু বুনো বেড়াল ।

তারপরে তো, সর্বনাশ,
প্রতিকারটা- এই।
খেদায় শেয়াল, বোকা চাষী-
বাঘ আনিলো যেই ।

বুকের রক্ত, শুকায় এখন-
বাঘের  হু-হুঙ্কারে ।
এই বুঝি বা, বসলো থাবা
ঘাঁড়েতে লাফ মারে ।

দৃষ্টি-দৈন্যের, দোষে মোরা-
জ্বলে-পুড়ে মরছি ।
বোকা চাষীর মতো সবে
অপরিণামদর্শী ।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...