Thursday, July 25, 2019

বিনয় শীল

অপরিণামদর্শী
                      

এক যে ছিল, বোকা চাষী-
পুষতো হাঁসের ছানা ।
ঘুর-ঘুর করতো, বেড়াল শেয়াল,
না ছিলো তার জানা ।

মাঝে-মধ্যে, হাঁসের ছানা-
ধরে খেতো শেয়াল ।
তারিই সাথে, মজা করতো
কিছু বুনো বেড়াল ।

তারপরে তো, সর্বনাশ,
প্রতিকারটা- এই।
খেদায় শেয়াল, বোকা চাষী-
বাঘ আনিলো যেই ।

বুকের রক্ত, শুকায় এখন-
বাঘের  হু-হুঙ্কারে ।
এই বুঝি বা, বসলো থাবা
ঘাঁড়েতে লাফ মারে ।

দৃষ্টি-দৈন্যের, দোষে মোরা-
জ্বলে-পুড়ে মরছি ।
বোকা চাষীর মতো সবে
অপরিণামদর্শী ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...