Thursday, July 25, 2019

সুব্রত দেববর্মা

অন্তর্জাল

অন্তর্জাল যত অসুস্থ থাকবে 

মানুষ তত সুস্থ হয়ে উঠবে

ততোই বাড়বে সবুজ

আলুতে কমবে সলেনিনের খোঁজ 

শ্রাবণ সন্ধ্যায় বাড়বে বৃষ্টি

আর একটু রোমান্টিকতার সৃষ্টি

মানুষ বার্তা পাঠাতে পাঠাতে

ঠিকানা হারালো মুঠোফোনে 

কতো সম্পর্ক শেষ করলো

অবশেষে দাঁড়ালো ফ্রেন্ডজোনে

মানুষ বিকল হয়ে পড়ছে

এই আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স এ 

ডাটা ছড়িয়ে পড়ছে সর্বত্র

মানুষের ভ্রূণ থেকে কমন সেন্স এ

অন্তর্জাল যত অসুস্থ থাকবে 
মানুষ তত সুস্থ হয়ে উঠবে


No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...