Thursday, July 25, 2019

মুকিম মাহমুদ মুকিত

দক্ষিণাবহ সন্ধ্যা


চারিদিকে থেমে যায় হৈচৈ , 
ক্ষীণ হয়ে আসে পায়ের আওয়াজ, 
বাড়ে নীড়ে ফেরা দাঁড়কাকের আনন্দ ধ্বনি। 
ক্ষুধার্ত মশকীগুলোর রক্তপিপাসু চিৎকার 
আর কর্মক্লান্ত বৃক্ষের থেমে থাকা পাতায়,
অন্ধকার নীরবে ছড়িয়ে পরে শীতল হাওয়ায়। 
নিয়মের বাইরে গিয়ে নয়,
নিয়মের বেড়াজালে জড়িয়ে
আজও শুভ্র বকুল সুঘ্রাণ ছড়ায়। 
সব কিছুর সুনিপুণ আয়োজনে
উৎসবে মাতে সময়ের অবসান, 
দক্ষিণাবহে ঘটে একটা সন্ধ্যার আগমন।  


No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...