Thursday, July 25, 2019

মুকিম মাহমুদ মুকিত

দক্ষিণাবহ সন্ধ্যা


চারিদিকে থেমে যায় হৈচৈ , 
ক্ষীণ হয়ে আসে পায়ের আওয়াজ, 
বাড়ে নীড়ে ফেরা দাঁড়কাকের আনন্দ ধ্বনি। 
ক্ষুধার্ত মশকীগুলোর রক্তপিপাসু চিৎকার 
আর কর্মক্লান্ত বৃক্ষের থেমে থাকা পাতায়,
অন্ধকার নীরবে ছড়িয়ে পরে শীতল হাওয়ায়। 
নিয়মের বাইরে গিয়ে নয়,
নিয়মের বেড়াজালে জড়িয়ে
আজও শুভ্র বকুল সুঘ্রাণ ছড়ায়। 
সব কিছুর সুনিপুণ আয়োজনে
উৎসবে মাতে সময়ের অবসান, 
দক্ষিণাবহে ঘটে একটা সন্ধ্যার আগমন।  


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...