অবেলার মেঘ
সূর্যের মাঝ আকাশে
এক কোণ ঠেসে হঠাৎ জন্মেছে
ধোঁয়াশার ঘন কালো মেঘ-
দূরের মিছিলের মতো।
সাদা-নীল আভার মাঝে
শ্রেয়সীর বিনি বাঁধানো চুল যেন -
ছড়িয়ে পড়েছে আপন মনে,
বাঁধাহীন নির্জন ময়দানে।
সূর্যকেও গা ঢাকা দিতে হয়-
স্নান সারতে হয় ঘন চুলের মিছিলে।
চুলে-চুলের সংঘর্ষে
চমকিয়া উঠে ধরাধাম মাঝে মাঝে।
ধোঁয়াশার মিছিলে কত মন
ভেঙে পরে উড়ন্ত পাখির নীড়ে!
No comments:
Post a Comment