Thursday, July 25, 2019

দীনদয়াল রবিদাস

লীলাবতী


আমার বিকেলের তলে,এখনো গভীর  রাতে -

গাঢ় আঁধার  নেমে আসে,

ঢেকে  থাকা  সোনালী  বাহার,

মর্মছুঁয়ে যায়  এ দেহে।

তীব্র আঘাত  অপেক্ষা  করতে  পারিনি বলে,

আজ তোমাকে  উড়তে দিলাম -

রেখে যাওয়া  কিছু স্মৃতি অবশেষে 

ভালোবাসার সুন্দর উপত্যকা  দৃশ্যমান।

চেঁচিয়ে ওঠা রাত তন্দ্রালু হয়ে  রয় 

সময়ের গলিতে;

অনুভূতির পরশমাখা  সব কথাগুলো,

বেঁধে রাখলাম আমার  চোখের কোণে।

অচেনা পথের ক্লান্ত পথিক  হয়ে  থামিয়ে  দেবে 

ভালোবাসার অশ্বরথখানি-

সঁপে দিবে বেদনা  বিরহ আরও কতকি !

জানবে  সবে তুমি " লীলাবতী "

মেঘের  মত থমকে যাবে  স্বাগত  জানাবে,

নীলখামের চিঠিগুলোকে।

হয়ত!আদিগন্তের  ইতিকথা শেষ বিকেলে 

ঘুমভাঙা চোখে  -

পাখির কলরব  হবে নতুন ভোরের,

অনন্তরাত্রির ধ্রুবতারা  গল্প  শোনাবে

লীলাবতীর নামে।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...