Thursday, July 25, 2019

দীনদয়াল রবিদাস

লীলাবতী


আমার বিকেলের তলে,এখনো গভীর  রাতে -

গাঢ় আঁধার  নেমে আসে,

ঢেকে  থাকা  সোনালী  বাহার,

মর্মছুঁয়ে যায়  এ দেহে।

তীব্র আঘাত  অপেক্ষা  করতে  পারিনি বলে,

আজ তোমাকে  উড়তে দিলাম -

রেখে যাওয়া  কিছু স্মৃতি অবশেষে 

ভালোবাসার সুন্দর উপত্যকা  দৃশ্যমান।

চেঁচিয়ে ওঠা রাত তন্দ্রালু হয়ে  রয় 

সময়ের গলিতে;

অনুভূতির পরশমাখা  সব কথাগুলো,

বেঁধে রাখলাম আমার  চোখের কোণে।

অচেনা পথের ক্লান্ত পথিক  হয়ে  থামিয়ে  দেবে 

ভালোবাসার অশ্বরথখানি-

সঁপে দিবে বেদনা  বিরহ আরও কতকি !

জানবে  সবে তুমি " লীলাবতী "

মেঘের  মত থমকে যাবে  স্বাগত  জানাবে,

নীলখামের চিঠিগুলোকে।

হয়ত!আদিগন্তের  ইতিকথা শেষ বিকেলে 

ঘুমভাঙা চোখে  -

পাখির কলরব  হবে নতুন ভোরের,

অনন্তরাত্রির ধ্রুবতারা  গল্প  শোনাবে

লীলাবতীর নামে।


No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...