Thursday, July 25, 2019

তৃষ্ণিতা পাল

শৈশব তুই ফিরবি কবে বল!
 

মনের কোনে উঁকি দিলে

শৈশবকে আজও অনুভব করবি 

বিকেল বেলার পরন্ত রোদ বলবে উঠে

কিরে খেলতে যাবি ?

কানামাছি লুকোচুরি খেলার দিনগুলো পায় লুপ্ত

চার দেওয়ালের বন্দি ঘরে ইচ্ছেগুলো আজ সুপ্ত

বন্ধুত্বের শহর ছিল তখন

ছড়িয়ে ছিটিয়ে গেলাম ভেঙে দল

বুড়ো হচ্ছি কাটছে যত দিন

শৈশব তুই ফিরবি কবে বল ?


No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...