Thursday, July 25, 2019

সংগীতা শীল

অসহায় প্রান

লোভের নিকট বিবেকের হার,
সততার মাথা নত হয়ে বেড়েছে, ক্ষমতার প্রসার।
আজ সত্য মিথ্যার কাছে পরাজিত। 
হিংসা, ঘৃণা, লোভ অহংকার সব পেয়েছে প্রশ্রয়। ছোট ছোট প্রতিজ্ঞা গুলি প্রতারনার পোষাকে ধুলোয় মিশে রয়।
কিছু মানুষ বিমর্ষ হয়ে হয়ে চলে যায় দুর নীলিমায়।
আবার অনেকে এতোই নির্জন, 
যেনো শূন্য প্রানের অস্তিত্বহীন।
অজস্র নিরাশার মধ্যেও অসহায় জীবন গুলো ;এখনো বেঁচে আছে,
বিনা প্রতিশ্রুতির আশায়। 
অসহায় তুমি,আমি,তাদের থেকেও বেশি অসহায়।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...