Thursday, July 25, 2019

বিজন বোস

সন্তোষবিধায়িত্রী

কৃষ্ণচূড়ারা  হাপিত্যেশ করে
গোলাপটাও ঝিমিয়ে পড়ে
প্রহর গুনে গুনে ,
লান্পট্য জীবন ক্ষয়ে ক্ষয়ে
মিশে যায় নোনা জলে ।
পারঙ্গম বন্যরাও হার মানে
অব্যক্ত যন্ত্রণায় সাহচর্য বিলোয় ,
শকুনি চালে কুপোকাত ঋষভ
নিক্ষিপ্ত প্রস্তরে দ্বিখণ্ডিত কৃপাণ
বজ্র হয়ে আসে ফিরে ।
স্বপ্নীল আবেশে বিভোর সন্তোষবিধায়িত্রী ।

                             

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...