Thursday, July 25, 2019

বিজন বোস

সন্তোষবিধায়িত্রী

কৃষ্ণচূড়ারা  হাপিত্যেশ করে
গোলাপটাও ঝিমিয়ে পড়ে
প্রহর গুনে গুনে ,
লান্পট্য জীবন ক্ষয়ে ক্ষয়ে
মিশে যায় নোনা জলে ।
পারঙ্গম বন্যরাও হার মানে
অব্যক্ত যন্ত্রণায় সাহচর্য বিলোয় ,
শকুনি চালে কুপোকাত ঋষভ
নিক্ষিপ্ত প্রস্তরে দ্বিখণ্ডিত কৃপাণ
বজ্র হয়ে আসে ফিরে ।
স্বপ্নীল আবেশে বিভোর সন্তোষবিধায়িত্রী ।

                             

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...