নিদ্রাহীন কবি
রাত্রি গভীর !
অন্ধকারে খুঁজে যায় যে পথ,
সে নিদ্রাহীন কবি।
কাতর কণ্ঠে যে পাঠ করে,
রবীন্দ্রনাথের প্রেমেরপদাবলী
সে নিদ্রাহীন কবি।
গভীররাতে মনে পড়ে যার
হারানো প্রেমগাথা,
সে নিদ্রাহীন কবি।
গীস্মেরদাবদাহে,
যার লেখায় বসন্তেরবিকাল হাঁসে,
সে নিদ্রাহীন কবি।
নিস্তব্ধ
রাত্রির গভীরতার মাঝে,
যে সূখ খুঁজে?
সে নিদ্রাহীন কবি।
দিনেরশেষে ভালোবাসার ছোঁয়ায়
যে হাঁসে,
সে নিদ্রাহীন কবি।
জানতে চাইলে
নিশ্চিত কণ্ঠে সে বলে,
রাত্রি গভীর!আর
আমি নিদ্রাহীন কবি।
Thursday, July 25, 2019
দিপ্সী দে
Subscribe to:
Post Comments (Atom)
অনুপম রায়
সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...
-
বঞ্চিত . জীবন জুড়ে লেগে থাকে অতীতের ক্ষত ক্লান্ত শরীর বিশ্রাম খুঁজে প্রতিনিয়ত। বাবার বয়স বাড়ে, বেকারত্বের ছাপ হয় দীর্ঘ প্রেমিকার অপেক্...
-
বধ্যভূমি - রাফা শোনা যাবেনা আর কোনদিন ক্ষুধার্ত শিশুর কান্না, মা বোন থেকে বৃদ্ধ বৃদ্ধার আর্তনাদ টুকু আর না। শান্তি এখন রাফা শহরে যদি পেতে শো...
No comments:
Post a Comment