নিদ্রাহীন কবি
রাত্রি গভীর !
অন্ধকারে খুঁজে যায় যে পথ,
সে নিদ্রাহীন কবি।
কাতর কণ্ঠে যে পাঠ করে,
রবীন্দ্রনাথের প্রেমেরপদাবলী
সে নিদ্রাহীন কবি।
গভীররাতে মনে পড়ে যার
হারানো প্রেমগাথা,
সে নিদ্রাহীন কবি।
গীস্মেরদাবদাহে,
যার লেখায় বসন্তেরবিকাল হাঁসে,
সে নিদ্রাহীন কবি।
নিস্তব্ধ
রাত্রির গভীরতার মাঝে,
যে সূখ খুঁজে?
সে নিদ্রাহীন কবি।
দিনেরশেষে ভালোবাসার ছোঁয়ায়
যে হাঁসে,
সে নিদ্রাহীন কবি।
জানতে চাইলে
নিশ্চিত কণ্ঠে সে বলে,
রাত্রি গভীর!আর
আমি নিদ্রাহীন কবি।
Thursday, July 25, 2019
দিপ্সী দে
Subscribe to:
Post Comments (Atom)
উর্মি সাহা
মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...
-
আজ আশ্বিনের শেষ কার্তিকের শুরু এই দিনটা বিশেষ ভাবে বিশেষ, বাংলার এ প্রান্ত থেকে ঐ প্রান্তে। জানি না বাংলার বাইরেও এইভাবে বিশেষ হয়ে উঠেছে কিন...
-
মূক ফেনীর মুখর পাঁচালি একটি বহুল প্রচারিত বাংলা প্রবাদ ‘ভাগের মা গঙ্গা পায়না’ ৷ প্রবাদটির মধ্য দিয়ে মায়ের অসহায়ত্বের যন্ত্রণাটিই ব্যক্ত হয়ে...
No comments:
Post a Comment