কবি দিপিকা রায়ের জোড়া কবিতা;
১.
স্বার্থপর
অনুভুতি শুধু পরশ মাত্র।
অহংকারের ভিটে যখন,
স্বার্থপরতার টনক নাড়ে
মুখোশের কালিমাগুলো
ফুটন্ত মুখে স্পষ্ট হয়ে উঠে।
মেতে উঠা টাকার খেলায়,
স্বার্থপর যখন খালি পকেট।
আপন দ্বারের মেঝেটাও তখন,
অপমানের প্রতিঘাতে ছিন্ন হয়।
২.
আবেগ
কলমের তীক্ষ্ম কালিতে
এখন আর কবিতার
ছন্দ আঁকে না।
বাস্তবের গল্পগুলো
এখন আর ডায়েরির পাতায়
ভিড় করে না।
শুধু আলিঙ্গনে নিজেকে
জড়িয়ে রাখে নিজে।
No comments:
Post a Comment