কবি গৌরব নাথের জোড়া কবিতা;
১.
আকাশের চূড়ায় হয়তো আমি বড়ো,
এই মাটিতে বড্ড ছোটো লাগছে।
মূর্খ না অজ্ঞানী না অবুঝ
দলিল খুলে কিছুই পাওয়া গেল না, আমাকে ছাড়া।
২.
কিছু ক্লান্ত পান্ডুলিপি ভস্মীভূত হতে চাইছে
তার আর বাঁচার অভীপ্সা নেই
তবে কারিগর ক্ষমতায় যে আমৃত্যু কাল
শেষ যে কোথাও শেষ হয়নি।
No comments:
Post a Comment