Friday, April 29, 2022

অর্ধেন্দু ভৌমিক

কবি অর্ধেন্দু ভৌমিকের জোড়া কবিতা ;


১.
মানুষের আকাশে

বৃত্তের আকাশ, আমার চাঁদ
কথা বলে চুপিসারে -
ব্যথাতুর তারা, ফারনেসের তরল
ঘাম হয় বিন্দু বিন্দু... 

বাঁধন ছেঁড়া শূন্য পাগল মন
স্বাধীন  কেন্দ্রবল
শুধু টানে মানুষ, 
মানুষের আকাশে---


২.
হক্কি

বাবা কইত, ফাস করি
ছাখরি যদি নঅ মিলে, 
হক্ত করি নাঙ্গল ধরঅ
ঢুকি যঅ চাষার দলে। 

হেইদিনের কথাওন

আইজঅ বাজে কানে। 
হক্কির মতন হারাদিন
খানা খোজঅ সুদু বাচনে। 
(নোয়াখালি ভাষায় রচিত, অষ্টচরণ কবিতা)

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...