১.
মানুষের আকাশে
বৃত্তের আকাশ, আমার চাঁদ
কথা বলে চুপিসারে -
ব্যথাতুর তারা, ফারনেসের তরল
ঘাম হয় বিন্দু বিন্দু...
বাঁধন ছেঁড়া শূন্য পাগল মন
স্বাধীন কেন্দ্রবল
শুধু টানে মানুষ,
মানুষের আকাশে---
২.
হক্কি
বাবা কইত, ফাস করি
ছাখরি যদি নঅ মিলে,
হক্ত করি নাঙ্গল ধরঅ
ঢুকি যঅ চাষার দলে।
হেইদিনের কথাওন
আইজঅ বাজে কানে।
হক্কির মতন হারাদিন
খানা খোজঅ সুদু বাচনে।
(নোয়াখালি ভাষায় রচিত, অষ্টচরণ কবিতা)
No comments:
Post a Comment