কবি সৈকত মজুমদারের জোড়া কবিতা
১.
বিষকন্যা
বিষকন্যা তুমি
মুখে অনিচ্ছাকৃত হাসি,
তবু বলি -
তোমাকেই আমি ভালোবাসি।
এটাই রীতি
পরমানন্দে কেউ অসুখী,
আর আমি -
শয্যাশায়ী অবস্থায়ও সুখী।
২.
গৃহবাসী
তোমার মায়ায় আমি
অথচ ছায়ায় অন্য কেউ।
তোমার হৃদয়ে আমি
চোখের তারায় হাজারজন!
তোমার উড়ন্ত মন
বে-খেয়ালে জীবন আমার।
ঠোঁটের কোণে তোমার
নরম হাসি, আমি গৃহবাসী!
No comments:
Post a Comment