Friday, April 29, 2022

সৈকত মজুমদার

কবি সৈকত মজুমদারের জোড়া কবিতা
 
১.
বিষকন্যা

বিষকন্যা তুমি
মুখে অনিচ্ছাকৃত হাসি,
তবু বলি -
তোমাকেই আমি ভালোবাসি। 

এটাই রীতি  
পরমানন্দে কেউ অসুখী,
আর আমি -
শয্যাশায়ী অবস্থায়ও সুখী।  

২.
গৃহবাসী  

তোমার মায়ায় আমি
অথচ ছায়ায় অন্য কেউ। 

তোমার হৃদয়ে আমি
চোখের তারায় হাজারজন!

তোমার উড়ন্ত মন
বে-খেয়ালে জীবন আমার। 

ঠোঁটের কোণে তোমার 
নরম হাসি, আমি গৃহবাসী! 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...