Friday, April 29, 2022

সৈকত মজুমদার

কবি সৈকত মজুমদারের জোড়া কবিতা
 
১.
বিষকন্যা

বিষকন্যা তুমি
মুখে অনিচ্ছাকৃত হাসি,
তবু বলি -
তোমাকেই আমি ভালোবাসি। 

এটাই রীতি  
পরমানন্দে কেউ অসুখী,
আর আমি -
শয্যাশায়ী অবস্থায়ও সুখী।  

২.
গৃহবাসী  

তোমার মায়ায় আমি
অথচ ছায়ায় অন্য কেউ। 

তোমার হৃদয়ে আমি
চোখের তারায় হাজারজন!

তোমার উড়ন্ত মন
বে-খেয়ালে জীবন আমার। 

ঠোঁটের কোণে তোমার 
নরম হাসি, আমি গৃহবাসী! 

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...