কবি অতনু রায় চৌধুরীর জোড়া কবিতা
১.
ভাঙ্গা ঘর
ভাঙ্গাচুরা জড়িয়ে থাকে
আমাদের আশ্রয়।
ভেঙ্গে যাওয়া ঘড়টাতে
প্রতিদিনই জীবন যুদ্ধ হয়।
২.
শেষ যাত্রা
হারিয়ে গেলেই জড়িয়ে ধরে
নীরব স্মৃতির ভাঁজে।
শূন্য আকাশে সবই ফাঁকা
থাকে না কিছুই শেষ যাত্রাতে।
সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...
No comments:
Post a Comment