Friday, April 29, 2022

অতনু রায় চৌধুরী

কবি অতনু রায় চৌধুরীর জোড়া কবিতা

১.
ভাঙ্গা ঘর 

ভাঙ্গাচুরা জড়িয়ে থাকে
আমাদের আশ্রয়।
ভেঙ্গে যাওয়া ঘড়টাতে
প্রতিদিনই জীবন যুদ্ধ হয়।


২.
শেষ যাত্রা

হারিয়ে গেলেই জড়িয়ে ধরে 
নীরব স্মৃতির ভাঁজে।
শূন্য আকাশে সবই ফাঁকা
থাকে না কিছুই শেষ যাত্রাতে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...