Friday, April 29, 2022

অতনু রায় চৌধুরী

কবি অতনু রায় চৌধুরীর জোড়া কবিতা

১.
ভাঙ্গা ঘর 

ভাঙ্গাচুরা জড়িয়ে থাকে
আমাদের আশ্রয়।
ভেঙ্গে যাওয়া ঘড়টাতে
প্রতিদিনই জীবন যুদ্ধ হয়।


২.
শেষ যাত্রা

হারিয়ে গেলেই জড়িয়ে ধরে 
নীরব স্মৃতির ভাঁজে।
শূন্য আকাশে সবই ফাঁকা
থাকে না কিছুই শেষ যাত্রাতে।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...