কবি দেবব্রত চক্রবর্তীর জোড়া কবিতা
১.
স্বপ্ন
শার্ট টা অনেক পুরোনো
বাবা দিয়েছিলো কবেই;
শার্টের পকেটে জমা থাকে
পরিবারের স্বপ্ন সবই।
২
বাবা
বট গাছটা ছিলো বলে
বাতাস টা লাগেনি গায়ে,
ছিন্নমূল হাঁরিয়ে গেছে কবে;
বাতাস এখন প্রতিদিন আমার গায়ে লাগে।
চির অমর রবে . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে। অনেকে গিয়েছে সেদিন কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...
No comments:
Post a Comment