Friday, April 29, 2022

দেবব্রত চক্রবর্তী

কবি দেবব্রত চক্রবর্তীর জোড়া কবিতা

১.
স্বপ্ন

শার্ট টা অনেক পুরোনো
বাবা দিয়েছিলো কবেই;
শার্টের পকেটে জমা থাকে
পরিবারের স্বপ্ন সবই।

বাবা

বট গাছটা ছিলো বলে
বাতাস টা লাগেনি গায়ে,
ছিন্নমূল হাঁরিয়ে গেছে কবে;
বাতাস এখন প্রতিদিন আমার গায়ে লাগে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...