Friday, April 29, 2022

সম্পাদকীয় কলাম

একসাথে দুটো কবিতার গুচ্ছতা বাংলা সাহিত্যে নতুন নয়। তবুও ত্রিপুরা সাহিত্য এপথে এক নিজস্বতা স্থাপনের প্রচেষ্টা করছে। আমরা যাদের কবিতা নিতে পারিনি, নিত্যান্তই নিয়ম নীতির কারণে। আমরা প্রতি মাসে লেখার জন্য বিজ্ঞপ্তি করি। সেটির মধ্যে বিভিন্নতা থাকে, সেটি পড়া উচিত লেখা পাঠানোর পূর্বে। যারা লিখেছন বহিঃরাজ্যের লেখকও আছেন তাঁদের মধ্যে। প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রকাশের মুহূর্তে সবাইকে অভিনন্দিত করলাম।

আমাদের পাঠক ও শুভাকাঙ্খিদের শুভেচ্ছায় আমাদের পথ হোক সংস্কারমূলক। সামাজিক দায়িত্ব পালনে একটি ম্যাগাজিন যতটুকু দায়বদ্ধ, আমরা ততটুকুই সহযোগিতা কামনা করছি। সবাই ভালো থাকুন।


শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
জয় দেবনাথ
ভারপ্রাপ্ত সম্পাদক
মনন স্রোত

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...