Friday, April 29, 2022

অর্পিতা পূজা দাস

কবি অর্পিতা পূজা দাসের জোড়া কবিতা;

১.
অভিমান 

দেখিনি কখনো তোমাকে হাসতে,
কিন্তু দেখেছি তোমার মন আর 
মগজের লড়াইয়ে বাঁচতে।

কখনো করে ফেলো অনেক দেরি 
সাজাতে জীবনতরী। 
তোমার জমানো আবেগ 
রেখেছো আড়ালে,
জড়িয়ে ধরতেও শেখোনি 
প্রেমের চাদরে।


২.
অন্ধকার

দুঃখ কষ্ট মান অভিমান 
সবি জমানো তোমার ডায়েরিতে। 
চোখের অশ্রু কে আড়াল করে সাহস জোটাও আলোর মধ্যে হাসতে। 
কিন্তু!  আনন্দে উল্লাসে সবাই ভুলে যায় তোমাকে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...