Friday, April 29, 2022

সংগীত শীল

কবি সংগীত শীলের জোড়া কবিতা

১.
মেহগিনি রোদ্দুর;
অসীম মেদিনীর এক লম্বা প্রশান্তির কূলে তোমার স্থিতি
এই হাওয়া ছুঁয়ে যায় আমার প্রাণের উচ্ছ্বাসে,
কোন এক বসন্তে রোদ্দুর হলে
দোয়েল হয়ে সেই সজীবতা ধার দিও।

২.
আমার হৃদয়ে যখন মরুভুমির মরীচিকা পড়বে,
জানলার কার্নিশে দাঁড়িয়ে অনুরাগের আঁচড় কেটে;
অভিমানটুকু জাহির করো তুমি,
মেঘ বরিষে আমি শান্ত হবো।।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...