Friday, April 29, 2022

শর্মিষ্ঠা ঘোষ

কবি শর্মিষ্ঠা ঘোষের জোড়া কবিতা;

১.
রমণ
আলো মেখে রমণীর হাঁটি হাঁটি পা 
পথে আলোড়ন সমীরণে
পতঙ্গের মৃত্যু আয়োজন 
অঘোরমন্ত্রে বজ্রপাত 
চেটে দিলে
ভিজেবেড়ালও দাহ্য অনায়াস

২.
বন্ধকী 
সে নাকি জলের মতো স্বচ্ছ 
ঢাকাচাপা নেই 
ছোঁয়ানাল মাছেরা দেখেছে
অন্তরের জলদাগের বন্ধকরূপ 

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...