কবি দুলাল চক্রবর্তীর জোড়া কবিতা;
১.
তোমার ওই চোখে
তোমার ওই মায়াবী চোখে আমি
রূপের অনল দেখি,
দু'চোখ আমার রূপের পলকে
তোমায় বেঁধে রাখি।
কামনা -বাসনার চরম প্রকাশ
রাঙা ওই চোখে আঁকা,
বারে বারে মন যায় হারিয়ে
যায় নাতো ধরে রাখা।
২.
অপার মহিমা
কন্যা, জায়া ,জননী রূপে দেখি
নারী, তোমায় বিভিন্ন রূপে ডাকি।
স্নেহা -বৎসলা জননী রূপ তোমার
স্বার্থ-লোভহীন ভালোবাসা দেখি অপার।
দেবকুলেও তোমার অপার মহিমা জানি,
অসুর বধে দেবী মহামায়া রূপে মানি।
স্রষ্টার সৃষ্টিকে তুমিই করেছ ধারণ ,
সৃষ্টিকে ধরে ত্রিভুবনে, ধ্বংসকে করেছ বারণ।
No comments:
Post a Comment