Friday, April 29, 2022

সুচরিতা পাটারী

কবি সুচরিতা পাটারীর জোড়া কবিতা

১.
আত্ম প্রকাশ

তুমি কি শুনেছো সেদিন পাখির কলরব?
যাহাতে মেশানো ছিলো ব্যাথার অনুভব!
শুধু প্রকাশের ভাষা নাই,
নীরবে সে ভাঙে তাই,
সুযোগ পাইলেই বাঁধে কিচিমিচি গান।
শেষে কেবল প্রশ্ন রাখে,"কবে পরিত্রান?”


২.
অভিমান

মেঘ ছিলো অভিমানী, থোকা থোকা সজ্জায়,
চাতকী ভাব যাচিয়া মধুস্বরে গান গায়।
কি কারণে মন তার,
হাসি খানা দিল ধার,
সুধাইল বারে বারে, প্রকাশিতে নাহি চায়।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...