Friday, April 29, 2022

উর্মি সাহা

কবি উর্মি সাহার জোড়া কবিতা;

১.
শেষ পাতা

তোমার আমার নিত্তি কথা,বেড়েছিল
চারাগাছের মতো, তবুও;
শেষ বেলায়, শেষ পাতায়
লেখা আছে- ভালো থেকো।

২.
আতঙ্ক

প্রতিটা কলম প্রতিবাদ করে
তবুও পৃথিবী আগুনে জ্বলে।
প্রতিটা কলম সৈনিকও হয়
তবুও বোবা পৃথিবী আতঙ্কে মরে।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...