Friday, April 29, 2022

উর্মি সাহা

কবি উর্মি সাহার জোড়া কবিতা;

১.
শেষ পাতা

তোমার আমার নিত্তি কথা,বেড়েছিল
চারাগাছের মতো, তবুও;
শেষ বেলায়, শেষ পাতায়
লেখা আছে- ভালো থেকো।

২.
আতঙ্ক

প্রতিটা কলম প্রতিবাদ করে
তবুও পৃথিবী আগুনে জ্বলে।
প্রতিটা কলম সৈনিকও হয়
তবুও বোবা পৃথিবী আতঙ্কে মরে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...