কবি উর্মি সাহার জোড়া কবিতা;
১.
শেষ পাতা
তোমার আমার নিত্তি কথা,বেড়েছিল
চারাগাছের মতো, তবুও;
শেষ বেলায়, শেষ পাতায়
লেখা আছে- ভালো থেকো।
২.
আতঙ্ক
প্রতিটা কলম প্রতিবাদ করে
তবুও পৃথিবী আগুনে জ্বলে।
প্রতিটা কলম সৈনিকও হয়
তবুও বোবা পৃথিবী আতঙ্কে মরে।
সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...
No comments:
Post a Comment