কবি প্রীতম শীলের জোড়া কবিতা
১.
কত'টা বাস্তবতা
শব্দ দিয়ে গড়া কবিতার ভিড়ে,
বাস্তব কতোটা যুদ্ধ করে।
কবির কলম কি শুধুই শব্দ বুনে?
নাকি গড়া শেষে ঝরে পরে।
২.
মানের চেয়ার
যদি ভালোবাসা দিয়ে সব কিছু হতো,
টেবিলের তলায় কেন টাকা।
যদি ভদ্রতায় সবার মন জয় করা যেতো,
চেয়ারটা পেতোনা কাকা।
No comments:
Post a Comment