Friday, April 29, 2022

মনচলি চক্রবর্তী

কবি মনচলি চক্রর্বতীর জোড়া কবিতা

১.
কৃষক
 
গরীব কৃষকদের শরীরের ঘামে, রক্তে
সযত্নে ফসল সোনার ফলায় মাঠে।
প্রতিদিন আমাদের আহারের যোগান দেয়,
নিত্য  যাদের  দিন কষ্টে কাটে।
 বাঁচতে আমাদের  কৃষকদের বেঁচেথাকা অপরিহার্য। 


২. 
জীবন সংগ্রাম

দু-মুঠো গ্রাসের জন্য শ্রম 
দিবা রাত্রি, সংগ্রামে কত শত নারী,
রোগ, বিপদ, ঝড়ের প্রতিকূলতায়
সাহসে বুক বেঁধে পথে দেয়  পাড়ি।
 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...