কবি মনচলি চক্রর্বতীর জোড়া কবিতা
১.
কৃষক
গরীব কৃষকদের শরীরের ঘামে, রক্তে
সযত্নে ফসল সোনার ফলায় মাঠে।
প্রতিদিন আমাদের আহারের যোগান দেয়,
নিত্য যাদের দিন কষ্টে কাটে।
বাঁচতে আমাদের কৃষকদের বেঁচেথাকা অপরিহার্য।
২.
জীবন সংগ্রাম
দু-মুঠো গ্রাসের জন্য শ্রম
দিবা রাত্রি, সংগ্রামে কত শত নারী,
রোগ, বিপদ, ঝড়ের প্রতিকূলতায়
সাহসে বুক বেঁধে পথে দেয় পাড়ি।
No comments:
Post a Comment