Friday, April 29, 2022

লিটন শব্দকর

কবি লিটন শব্দকরের জোড়া কবিতা

১.    
শালুক -১
নদীটির কান্না পেলে ছেড়ে দেয় শহর,
চিরকুটে ফেলে যায় এক অনন্ত ডহর।
ঠিকানা দেয় শালুক নিভৃতির বালুচরে,
অরণ্যানী ঢালে প্রাণ জমানো শিশিরে।

২.
শালুক - ২
নদীরা আসলেই ভালোবাসে বলে
দুপেয়ে মফস্বল এখনো হরিদ্রাভ,
ঝুমকোলতার শরীর রূপকল্প হয়-
শালুকের ঢালা রঙে হই স্বপ্নপ্রভ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...