কবি লিটন শব্দকরের জোড়া কবিতা
১.
শালুক -১
নদীটির কান্না পেলে ছেড়ে দেয় শহর,
চিরকুটে ফেলে যায় এক অনন্ত ডহর।
ঠিকানা দেয় শালুক নিভৃতির বালুচরে,
অরণ্যানী ঢালে প্রাণ জমানো শিশিরে।
২.
শালুক - ২
নদীরা আসলেই ভালোবাসে বলে
দুপেয়ে মফস্বল এখনো হরিদ্রাভ,
ঝুমকোলতার শরীর রূপকল্প হয়-
শালুকের ঢালা রঙে হই স্বপ্নপ্রভ।
No comments:
Post a Comment