Friday, April 29, 2022

উজ্জ্বল ভট্টাচার্য্য

কবি উজ্জ্বল ভট্টাচার্য্যের জোড়া কবিতা

১.
প্রেম তুমি বদনাম

প্রেম তুমি আর মানুষের জন্য নও
তুমিও আজ মিথ্যে ভাষণের শিকার
তোমাকে দেখলে বড্ড মায়া হয়
তুমি আজকের বাজারে বদনাম এক নাম।

২.
মানুষ একটি ব্র্যান্ড

মানুষ হয়েছি বলেই
 দুঃখের সাথে কান্না মিশিয়ে
হাসছি।নয়তো
হাসির থেকে গড়িয়ে পড়তো
অশ্রুর মতো রক্ত।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...