Friday, April 29, 2022

মোঃ রুবেল

কবি মোঃ রুবেলের জোড়া কবিতা

১.
তুমিও কষ্ট লুকাও,
আমিও কষ্ট লুকাই।
অশ্রু ঝড়ে রোজ নিয়ম করে।
তোমার - আমার অঘোষিত
এক বিদ্রোহে।

২.
তোমরা কেন বন্দুক হাতে
ঘৃণা ছড়াও গোলাবারুদে!
আমরা চাই --
ভালোবাসার মিছিল সুদীর্ঘ হোক।
দুহাত ভরুক লাল গোলাপে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...