Friday, April 29, 2022

মোঃ রুবেল

কবি মোঃ রুবেলের জোড়া কবিতা

১.
তুমিও কষ্ট লুকাও,
আমিও কষ্ট লুকাই।
অশ্রু ঝড়ে রোজ নিয়ম করে।
তোমার - আমার অঘোষিত
এক বিদ্রোহে।

২.
তোমরা কেন বন্দুক হাতে
ঘৃণা ছড়াও গোলাবারুদে!
আমরা চাই --
ভালোবাসার মিছিল সুদীর্ঘ হোক।
দুহাত ভরুক লাল গোলাপে।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...