Friday, April 29, 2022

মোঃ রুবেল

কবি মোঃ রুবেলের জোড়া কবিতা

১.
তুমিও কষ্ট লুকাও,
আমিও কষ্ট লুকাই।
অশ্রু ঝড়ে রোজ নিয়ম করে।
তোমার - আমার অঘোষিত
এক বিদ্রোহে।

২.
তোমরা কেন বন্দুক হাতে
ঘৃণা ছড়াও গোলাবারুদে!
আমরা চাই --
ভালোবাসার মিছিল সুদীর্ঘ হোক।
দুহাত ভরুক লাল গোলাপে।

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...