Friday, April 29, 2022

পান্থ দাস

কবি পান্থ দাসের জোড়া কবিতা;

১.
খোলা বাস্তব

না জানা দিশে
হাটছি যে,
নেই উদ্বেগ
স্বপ্নের,

ভোরের আলো আছে 
তবে,
কেন ঝাপসা
খোলা বাস্তবের ৷

২.
কথা

কিছু কথা যে
চিরদিনের
কিছু সময় যে
আবেগের,

সময়ের সাথে
মুছে না সত্যি,
কিছু হাসি যে
বেদনা আর অনুতাপের ৷

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...