Friday, April 29, 2022

কৃষ্ণ ধন শীল

কবি কৃষ্ণধন শীলের জোড়া কবিতা;

১. 
পিরামিড
             
পিরামিড তুমি আজও সদর্পে খাড়া!
কত আশা বেদনা আর স্মৃতি লয়ে, 
সর্বোচ্চে তোমার চূড়া।
কিন্তু তুমি কি জান বিধির লিখন?
কালের গোপন প্রহারে ফুটবে ফুল, 
তোমার জটিল কাঠামোর হবে পতন। 

২.
চিরন্তন পথে
           
রাত এখনও অনেক বাকি, 
ভোরে সূর্যোদয়, 
চলার পথে ডাকে নিশাচর পাখি,
তবু আশাগুলি রয়,
আশার দেখানো পথে, 
চলেছি কালের রথে, 
নিশ্চিত সন্ধ্যায় জানি আমার ক্ষয়। 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...