Friday, April 29, 2022

কৃষ্ণেন্দু অধিকারী

কবি কৃষ্ণেন্দু অধিকারীর জোড়া কবিতা;

১.
কাগজ পাতার নৌকা

দুপুরের বুকে বৃষ্টি নামলে 
কাক ভিজে, আমি ভিজি-
 গ্রামের ছেলেপুলেরা সব কেমন
 কাদা-জলে থৈথৈ হই হই রব,
বড় অগোছালো বড় তৃপ্তির এই দিন।
উঠোনের জলে ভাসিয়ে দেয়া কাগজ
 পাতার নৌকা,
 এক পাশে আমি আর  অন্য পাশটায়
তাকে রাখতাম।
আমবাগানের পাতাঝরার জল ভিজিয়ে দিতো আলতা রাঙা পা,
মা বলতো ঠান্ডা লেগে যাবে-
 জ্বর আসবে।
 এখন আসে,
 মন খারাপের জ্বর।
 শহরটাকে ভিজতে দেখি একা নিরবে,
 কেবল আমি ভিজিনা।

২.
মাল্যবন
                           
মিষ্টি রোদ মেঘলা আলোয়
 একটা দুটো পাতা ঝরে, 
ধুলোমাখে -
শুকিয়ে যাওয়া বুকের মাঝে কেমন খেলে উঠে  দক্ষিণ  হাওয়ার উত্তাপ,
যেন ভেতর ভেতর ছুঁয়ে দেই তার সূক্ষ্ম দেহ-
 ভুল করে।
 ভুল করে ছুড়ে দেই সাজি ভরা ফুল, 
মাল্যবন।
বছর ফিরে বসন্ত আসে বার বার 
শুধু এলেনা কেবল তুমি! 
ঐ যে সেদিন দোলের রং,
 ঐ যে সেদিন ন্যাড়াপোড়া,
রং ছোঁয়ার দিন,
পেরিয়ে আসা হাজার বসন্ত প্রতীক্ষা
কেবলই যে তোমার মুখ চেয়ে-
 তবু এলেনা কেবল তুমি।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...